মাগুরায় বিনা উচ্চ ফলনশীল তীল ও বাদাম জাত চাষে কৃষক প্রশিক্ষণ
মাগুরায় বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি ও উচ্চ ফলনশীল তিল ও বাদাম চাষাবাদ কলাকৌশল ও আন্তঃ পরিচর্যা বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র গবেষণা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পে মাগুরা উপকেন্দ্রের উদ্যোগে
প্রায় ১০০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাগুরার উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনা ময়মনসিংহের গবেষণা সমন্বয়ক ডঃ মুহাম্মদ সিদ্দিকুর রহমান, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালী করন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক ড. মো: কামরুজ্জামান, রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন বিনা মাগুরার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আসাদ উল্লাহ, শ্রীপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, মুহাম্মদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুস সোবহান সহ অন্যরা। কর্মশালায় জানানো হয়, একদিকে যেমন প্রচুর বৈদেশিক মুদ্রা সংরক্ষণ করা সম্ভব হবে অন্যদিকে কৃষকদের লাভজনক তিল ও বাদাম চাষে সম্ভব হবে। ফলে কৃষকরা তিল চাষে আরো বেশি উদ্বুদ্ধ হবেন।
You cannot copy content of this page