মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২ আহত-৪। মাগুরা টিভি
নিজেস্ব প্রতিবেদকঃ মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন। বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর ও সন্ধ্যায় সদর উপজেলার রামনগর ছাচানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় মাগুরা সদরের দেড়ুয়া গ্রামের যুবক আশিক ফকির দুই মোটরসাইকেলে বন্ধুদের সাথে হাটগোপালপুরের দিকে যাচ্ছিলো। পথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর ছাচানি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আশিক নিহত হয়। আহত হয় আরও ৪ জন। সেখান থেকে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে বিকেলে মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে নসিমনের ধাক্কায় বজলুর রহমান নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান।
You cannot copy content of this page