শ্রীমতি ইন্দিরা গান্ধী মা ও শিশু হাসপাতালে সেবা পাচ্ছে প্রান্তীক জনগুষ্টি
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপি পাড়া গ্রামে ‘শ্রীমতি ইন্দিরা গান্ধী রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতাল’র মাধ্যমে সেবা পাচ্ছে প্রান্তিক জনগুষ্টি। উপজেলা থেকে অনেক রোগীই এখানে সেবা পাওয়ায় আর জেলা সদরে অথবা অন্য কোন জেলায় যাচ্ছে না । প্রতিষ্ঠানটি এক বছর পূতীতে এসব কথা বলেন স্বাস্থ্যসেবাটির দায়িত্বে থাকা চিকিৎসক লিংকু কুমার বিশ্বাস।
মঙ্গলবার দুপুরে একবছর পূতী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রানা আমির ওসমান,প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব এর পত্নী আফরোজা শাহানী ওয়াহ্হাব । এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের নব্য নির্বাচিত সংসদ সদস্যর পিতা মাশরুল রেজা। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট ঢাকার পরিচালক অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল(অব) এসএম হুমায়ন কবির ও শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া প্রমুখ। ভারতের তৎকালিন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর নামে শ্রীপুরে এই ১০ শয্যা বিশিষ্ট রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালে গত এক বছর প্রায় ৫ হাজার দরিদ্র রোগীদের সেবা দেয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। চিকিৎসার পাশাপাশি এখানে বিনামূল্য ঔষুধ সরবরাহ করা হয় রোগীদের জন্য।
You cannot copy content of this page