খালেদা জিয়া এখন বিএনপির নেতা নন তিনি ন্যাশনাল লিডার
মাগুরা টিভি ডেস্কঃ
” খালেদা জিয়া এখন সারা বাংলাদেশের নেতা হয়ে উঠেছেন। তিনি এখন দল-মতের ঊর্ধ্বে উঠে আপামর মানুষের নেতৃত্ব দিচ্ছেন। আমরা তার রোগমুক্তি কামনা করি। অপরদিকে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামালসহ যারা যারা হত্যাকান্ডে জড়িতে, তাদের আমরা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। যাদের হাতে রক্ত তাদের প্রত্যককে বাংলাদেশে ফিরিয়ে আনবো। এটা শহীদদের কাছে আমাদের দ্বায়। আমরা যদি ফেল করি তাহলে পরোবর্তি সরকার এটা করবে।” আজ শুক্রবার সকাল ১১টায় মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আন্ত: কলেজ ফুটবল ট্রুনামেন্ট উদ্বোধন করতে এসে সাংবাদিকদের একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময় মাইনাস ফোর নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ” আমরা মাইনাস ফোর এর কথা বলেছি? এ কথাটা যারা আনছে তারা স্বৈরাচারের দোসরের মত কথা বলছে। কোন মাইনাস ফোর টোর নাই। শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন।” সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টিকে স্বৈরাচারের ভয়ংকর দোসর হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোন শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সকল দলের অংশ গ্রহনে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন অনুুষ্ঠিত হবে। জাতীয় পার্টি আওয়ামীলীগের দোসর। তাদের সহায়তায় আওয়ামীলীগ সকল অপকর্ম করেছে। তাদের নির্বাচনে অংশ নেয়াতে কেন বাঁধা নেই। তারেক রহমান দেশে ফেরা নিয়ে কোন সরকারের পক্ষ থেকে কোন বাঁধা নেই। তারেক রহমনের দেশে ফেরা বিষয়টি সম্পূর্ণ তার নিজস্ব বিষয়।টুর্ণামেন্টে জেলার ৯টা কলেজ দল অংশ গ্রহন করছে। এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, জেলা ক্রীড়া কর্মকর্তা বি এম সাজিন ইসরাতসহ অন্যরা।
You cannot copy content of this page