বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাগুরায় মসলা গবেষণা ইনস্টিটিউটে মসলা ও ডাল ফসলের দিনব্যাপী কর্মশালা আজ ৭ ডিসেম্বর, মাগুরা মুক্ত দিবস পিলখানায় বিডিআর বিদ্রোহ ছিল একটি ষড়যন্ত্র,চাকরিচ্যুতদের মাগুরায় মানববন্ধন মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন; আরও ভালো কাজ করার প্রত্যয় মধ্যরাতে আড়পাড়া মহাসড়কে সেনাবাহিনী,পুলিশ ও আনসারের তল্লাশি মাগুরায় দীর্ঘ ১৬ বছর পর ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন মাগুরা জেলার স্থবির ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে  করণীয় শির্ষক এক গোলটেবিল বৈঠক ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে গণমাধ্যম: সাংবাদিক মুক্তাদির রশিদ শ্রীপুর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক শ্রমিক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর পূজা পরবর্তী সংবাদ সম্মেলন

পাঁচ বছর পর সিংহাসন হারালেন সাকিব

অনলাইন ডেস্ক:
২০১৯ সালের ৭ মে—রশিদ খানকে টপকে ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব আল হাসান। এরপর পারফরম্যান্সে সাকিবের উত্থান-পতন হয়েছে অনেকবার। তবু অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাননি তিনি। অবশেষে বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার সিংহাসনচ্যুত হয়েছেন।

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। সেখানে ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন মোহাম্মদ নবী। আফগান অলরাউন্ডারের র‍েটিং পয়েন্ট ৩১৪। নবী শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০।

শীর্ষস্থান হারালেও এক জায়গায় নিজের রাজত্ব ধরে রেখেছেন সাকিব। টানা সর্বোচ্চ ১৭৩৯ দিন ওয়ানডের শীর্ষস্থানে থাকার রেকর্ড। সব মিলিয়ে ৪২৭৬ দিনও র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ শীর্ষে থাকার রেকর্ড। বাংলাদেশি অলরাউন্ডারের পরে দুই মেয়াদ মিলিয়ে ৩৮১৬ দিন নিয়ে দুইয়ে আছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১ উইকেট ও ১৩৬ রানের সৌজন্যে শীর্ষে ওঠা নবীও সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। ৩৯ বছর ১ মাস বয়স নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। আফগানিস্তান অলরাউন্ডারের আগে ৩৮ বছর ৮ মাস বয়সে শীর্ষে উঠেছিলেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার তিলকরত্নে দিলশান।

আরেক আফগানিস্তানি আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে উন্নতি হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৯ রানের ইনিংস খেলে ১৯ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে আছেন এই অলরাউন্ডার। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ রানের ইনিংস খেলে ৫ ধাপ এগিয়েছেন চরিত আসালাঙ্কাও। এতে ক্যারিয়ার সেরা ১৫ নম্বরে আছেন শ্রীলঙ্কার ব্যাটার। আর প্রথম ওয়ানডেতে ২১০ রানের ইনিংসে ১০ ধাপ এগিয়ে পাতুম নিশাঙ্কা উঠে এসেছেন ১৮ নম্বরে। সঙ্গে ৬ ধাপ এগিয়ে ৪১ নম্বরে সাদিরা সামারাবিক্রমা।

ব্যাটিংয়ের অন্য পজিশনে পরিবর্তন হলেও ৮২৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন বাবর আজম। বাবরের মতোই টেস্টে কেন উইলিয়ামসন (৮১৮) এবং টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ধরে আছেন সূর্যকুমার যাদব (৮৬১)। অন্যদিকে ৮৮১ রেটিং পয়েন্টে টেস্টের বোলিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা। ৭১৬ রেটিংয়ে ওয়ানডের চূড়ায় কেশব মহারাজ। আর টি-টোয়েন্টিতে ৭২৬ রেটিংয়ে শীর্ষে ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page