মাগুরায় নকল শিশু খাদ্য বিক্রি করায় ২ প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অ-অনুমোদিত শিশু খাদ্য বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের জামরুলতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স ভাই ভাই স্টোরকে ৩০ হাজার টাকা এবং মেসার্স মামুন স্টোরকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মামুন স্টোরকে ১০ দিন দোকান বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানকালে তাদের দোকান থেকে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য, মূল্য তালিকা অনুপস্থিতি, শিশুদের আচার, চকলেটসহ বিভিন্ন পণ্যের নিম্নমান ও নকল ব্রান্ড পাওয়া যায়। এসব অনিয়মের কারণে তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।

এসময় শহরের আরও কয়েকটি দোকান পরিদর্শন করে তাদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ। অভিযানে সহায়তা করে মাগুরা জেলা পুলিশ।
You cannot copy content of this page