মাগুর সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৩ হাজার ৩ শ’ দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্যাক্তিগত অর্থায়ানে ত্রাণ বিতরণ করেন মাগুরা জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক লায়ন জাহিদুর রেজা চন্দন। মূলত বিশ্বব্যাপী করোনা মহামারির কারণের কর্মহীন হয়ে পড়া ও এলাকার সহায় সম্বলহীনদের দুর্দশা লাঘবের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি করোনাকালীন সময় থেকে এ ত্রাণ বিতরণ শুরু করেন, যা বর্তমানে অব্যাহত রেখেছেন। শীত মৌসুমে দরিদ্র জনগোষ্ঠীর কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন। মানুষের মাঝে চাল আটা ডাল তৈল আলু ছাড়াও অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে মানুষের নজরে এসেছেন।তিনি প্রধানমন্ত্রীর পক্ষে মসজিদের ইমামদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন। তার এ কর্মকান্ডের প্রেক্ষিতে তিনি কোন নির্বাচনে প্রার্থী হবেন কিনা জিঙ্গাসা করা হলে তিনি জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হলে জনগনের সেবা করার বেশী সুযোগ পাওয়া যায়। জনগন যদি তাকে জনপ্রতিনিধি হিসেবে সমর্থন দেয় তা হলে তিনি আগামী উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা পোষন করেন।
মাগুরা জেলা পরিষদ প্রাঙ্গণে তার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শেখ মোঃ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির সহ সংশ্লিষ্ট উপজেলার ইউনিযন সমুহের আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক এবং মাগুরা পৌরসভার নয়টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ।
লায়ন জাহিদুর রেজা চন্দন আরো বলেন যতদিন তার সামর্থে কুলাবে ততদিন তিনি এ সাহায্য করে যাবেন এবং অসহায় মানুষের পাশে সব সময় থাকবেন।
You cannot copy content of this page