মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন
নিজস্ব প্রতিনিধিঃ মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো মাগুরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের এমআর রোডে ইসাডোর কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম প্রধান অতিথি থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরন করেন। এ সময় শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার মোঃ আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খান ও ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের উপস্থিত ছিলেন।
ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের জানান,প্রতি বছরের ন্যায় এ বছরও ইসাডোর আয়োজনে অসহায় ও ছিন্নমুল শিশুদের মাঝে শীতের পোশাক এবং দুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। বিগত সময়ে যেমন ইসাডো মানুষের পাশে ছিল এখনো গরিব অসহায় ছিন্নমুল প্রতিবন্ধী মানুষের পাশে থেকে কাজ করে আসছে।
You cannot copy content of this page