স্পোর্টস ডেস্ক
প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে দেশে আত্মপ্রকাশ করেছে ‘এমকেএস স্পোর্টস’। প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েস। এমকেএস স্পোর্টস ইতোমধ্যে দেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ছাড়াও বেশ কয়েকজন ক্রিকেটারকে ব্যাট স্পন্সর করেছে।
নিজেদের প্রচারণার জন্য দেশের সেরা ক্রিকেটারদের ব্যাট উপহার দিয়েছেন মিরাজ-ইমরুলরা। তবে বাদ ছিল দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান। এবার সেই কাজও সেরে ফেলেছেন এমকেএস স্পোর্টস।
সোমবার (২৯ জানুয়ারি) সিলেটে একই সঙ্গে অনুশীলন করেছেন মিরাজের ফরচুন বরিশাল ও সাকিবের রংপুর রাইডার্স। এ সময় সাকিবের হাতে নিজ প্রতিষ্ঠানের ব্যাট তুলে দেন মেহেদী হাসান মিরাজ।
চলতি মাসের শুরুতে অনূর্ধ্ব-১৯ দলের আট ক্রিকেটারের সঙ্গে দেখা করেন এবং সেখানে তাদের সঙ্গে চুক্তি সম্পন্ন করে মিরাজ। সেখানে ইমরুল কায়েস না আসলেও মিরাজের ফোন থেকে ভিডিও কলের মাধ্যমে যুবাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
You cannot copy content of this page