নিজস্ব প্রতিবেদক :
বঙ্গপোসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। আজ বুধবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিষ্ঠানটির আবহাওয়াবিদ এবং আবহাওয়াসংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোও বলছে, লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। আর সেখান থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়াটাও অস্বাভাবিক নয়। যদিও ঘূর্ণিঝড়ের বিষয়টি এখনো নিশ্চিত নয়। এবার যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তবে এর নাম হবে ‘রেমাল’।
লঘুচাপের ঘোষণা
আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে আজ ঘোষণা করা হয়েছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আজ এ ঘোষণা দিয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ প্রথম আলোকে বলেন, লঘুচাপটি আজ বা আগামীকাল সকালের মধ্যেই সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে। আগামী শুক্র বা শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে।
এ পরিস্থিতিতে দক্ষিনাঞ্চলের জেলা মাগুরায় সকালে কালো মেঘ দেখা গেলেও দুপুরে রোদের ঝলকানি দেখা দিয়েছে। তবে থেকে থেকে মেঘের আড়ালে সূর্য চলে যাওয়ায় বৃষ্টির শঙ্কা আছে।
You cannot copy content of this page