মাগুরার শ্রীপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২৪ উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৪ উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) সকাল ১০.৩০ ঘটিকায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
আলোচনা সভায় শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সদস্য সচিব আশরাফ হোসেন পল্টুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, সব্দালপুর ইউপি চেয়ারম্যান পান্না খাতুন, উপজেলা সহকারি প্রোগ্রামার (আইসিটি) আহমেদ মাহফুজ , উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ। এছাড়াও উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গত সেপ্টেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিবসহ দ্বায়িত্বশীলদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী।
উম্মুক্ত আলোচনা সভায় কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, জন্ম নিবন্ধন করানো মানেই একটা শিশু আইনী পরিচয় দেওয়া। এটা মানুষক বুঝতে হবে। আগে মানুষের মধ্যে সচেতনতা কম থাকায় জন্ম-নিবন্ধনে গুরুত্ব দেয়নি। সে কারণে এখন অনেকেরই আগের সেই সমস্যাগুলোর সংশোধন করতে হচ্ছে। শিশুদের জন্ম-মৃত্যু নিবন্ধন সম্পর্কে সকল বাবা-মা কে আরো সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জি বলেন, যখন আমাদের ইউনিয়ন পরিষদের দ্বায়িত্বশীলরা বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য নিয়েছেন তখন জন্ম-মৃত্যু নিবন্ধনের গুরুত্ব অনেকেই বুঝে নাই। সঠিক তথ্য দিতেও অনেকে অবহেলা করেছে। যার কারণে কিছু ভূল তথ্য চলে এসেছে। তবে সেগুলো সংশোধন যোগ্য হলে সেটি করার সুযোগ রয়েছে। তবে কিছু ভূল সংশোধন করতে গেলে আইনের মধ্য থেকে করতে হয় সেগুলো সংশোধন যোগ্য হলে সঠিক তথ্য মিলিয়ে সংশোধন করা হয়। এছাড়াও তিনি মাগুরা জেলা খুলনা বিভাগের মধ্যে জন্ম-মৃত্যু নিবন্ধনে শতকরা ১০০ ভাগ পয়েন্ট অর্জন ভালো একটি পর্যায়ে স্থান করে নেওয়ার ক্ষেত্রে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের প্রতি আহ্বান জানান।
You cannot copy content of this page