শ্রীপুরে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত
স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ৮ অক্টোবর মাগুরা জেলার বিনোদপুর যুদ্ধে সরাসরি গুলিবিদ্ধ হয়ে মাত্র ১৪ বছর বয়সে শহীদ হোন শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধা ও তারণ্যের গর্ব মোঃ জহুরুল আলম মুকুল। মহান মুক্তিযুদ্ধে তার এই অবদানের যথাযথ সম্মান রেখে প্রতি বছর ৮ অক্টোবর শ্রীপুরে শহীদ মুকুল দিবস পালন করেন স্থানীয় আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার সকাল ১১ টায় শ্রীপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে শহীদ মুকুল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর বাহিনীর বর্তমান আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মুক্তিযোদ্ধা কালীন আকবর বাহিনীর প্রতিষ্ঠাকালীন সদস্য ও তৎকালীন মাগুরা মহাকুমা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. মিয়া সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলেফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ার্দার, বীর মুক্তিযোদ্ধা সামছু মোল্লা, বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস আব্দুস সত্তার, সমাজসেবক মিয়া তৌহিদুল ইসলাম প্রমুখ। এছাড়াও আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ মুকুল ও আকবর বাহিনীর অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন ও সহ-অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়াত আলীসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোআ মাহফিল পরিচালনা করা হয়।
You cannot copy content of this page