যোগদানের প্রথম মাসেই খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইউএনও হলেন রাখী ব্যানার্জী
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সেপ্টেম্বর মাসে খুলনা বিভাগের সেরা ১০ উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী। সোমবার সকালে খুলনা বিভাগীয় কমিনারের কার্যালয়ের এক পত্র সূত্রে এ খবর জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে উপজেলার ০-১ বছরের শিশু জন্ম নিবন্ধনে মাসিক টার্গেট ছিলো ৩১৮টি। অপরদিকে মৃত্যু নিবন্ধনে ০-১ বছরের মধ্যে মাসিক টার্গেট ছিলো ১০১ টি। পরিসংখ্যান অনুযায়ী শ্রীপুর উপজেলার জন্য নির্ধারিত টার্গেট অতিক্রম করেছে। নিবন্ধনের পরিমাণ শতকরা ১০৪ ভাগ।
এ সাফল্যের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এ অর্জন পুরো উপজেলাবাসীর। মাগুরা জেলার শ্রীপুর উপজেলাতে যোগদানের পর থেকেই চেয়ারম্যানগণ, ইউপি সচিব ও উদ্যোক্তাদের সাথে বারবার কথা বলে তাদেরকে বলা হয়েছে বিশেষ করে জন্ম ও মৃত্যু নিবন্ধনে অধীক তৎপর হওয়ার জন্য। প্রয়োজনবোধে যারা নিবন্ধন এখনও করেননি তাদের বাড়ীতে পত্র পাঠিয়ে তাদেরকে নিবন্ধনে করার জন্য আহবান করতে। আর বিশেষভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সঙ্গে সংশিষ্ট সকলের অর্জন। এ উপজেলার জন্য নির্ধারিত টার্গেটের চেয়েও বেশি পূরণ করা হয়েছে। এ অর্জন ধরে রাখতে হবে। পুরো বিভাগের মধ্যে প্রথম হওয়ায় ভীষণ ভালো লাগছে। এ প্রাপ্তিতে আমি ব্যক্তিগতভাবে গর্বিত ও আনন্দিত।
You cannot copy content of this page