মাগুরায় এবছর ৫৬১টি পূজা মন্ডপে শ্রী শ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
আগামী বুধবার থেকে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গাপূজা।
এবছর মাগুরা জেলায় ৫৬১ টি পুজা মন্ডপে আড়ম্বরপূর্ণভাবে পূজার সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
বিভিন্ন পূজা মন্ডপে গুরে দেখা গেছে মন্ডপে মন্ডপে রং তুলির কাজ শেষ করছেন প্রতিমা শিল্পীরা।
ডেকোরেশনের কাজ ও প্রায় শেষের পথে। গত শনিবার থেকে গুরুত্বপূর্ণ মন্দিরে আনসার সদস্যরা নিরাপত্তার কাজ করছে। মন্দির গুলোর নিজস্ব ভলেন্টিয়ার-সহ পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী প্রতিটি মন্দিরে টহল দিচ্ছে। পঞ্জিকা মতে বুধবার ভোরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে বৃহস্পতিবার সপ্তমী, শুক্রবার একই দিনে অষ্টমী ও নবমী পূজা এবং শনিবার দশমী শেষে রবিবার বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে সপ্তাহব্যাপী এ উৎসব। আয়োজকরা আশা করেন এ বছর নির্বিঘ্নে সম্পন্ন হবে ধর্মীয় এ পার্বন।
You cannot copy content of this page