শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছে গণমাধ্যম: সাংবাদিক মুক্তাদির রশিদ শ্রীপুর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক শ্রমিক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর পূজা পরবর্তী সংবাদ সম্মেলন মাগুরার শ্রীপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সী জাহাঙ্গীর হোসেন পূজামন্ডপ পরিদর্শনে মাগুরা জেলা বিএনপি নেতা মনোয়ার খান মাগুরায় পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মাগুরা থৈপাড়া পাটভাড়ার বিলে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা সহ দুই জন নিহত শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা শ্রীপুরে দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠি দুর্গোৎসব-১৪৩১ উদযাপন উপলক্ষ্যে নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ব্রিফিং অনুষ্ঠিত

শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

শ্রীপুরে দুর্গা পূজা উপলক্ষে
বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাগুরার শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে বর্ণ্যাঢ্য র‌্যালী ও মোটর সাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা পূজা উদ্যাপন পরিষদ।
দুপুরে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপজেলার সরকারি মহেশচন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে চÐীবর শিল্পপতি সুকুমার বিশ্বাসের বাড়িতে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীগণ সেখানে সুকুমার বিশ্বাসের সৌজন্যে মধ্যাহ্ন ভোজনে অংশ নেন।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদেও সভাপতি মনোরঞ্জন সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক রথিন্দ্রনাথ রায়সহ স্থানীয় নেতৃবন্দ।
শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার মিত্র জানান, শারদীয় দুর্গা পূজায় মোটরসাইকেল শোভাযাত্রা এটি শ্রীপুরের একটি ঐতিহ্য। প্রতিবছর সপ্তমীর দিনে আমরা এই মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে উপজেলার ১৩৫ টি পূজামন্ডপ পরিদর্শন করি। এবারো প্রতিটি মন্ডপ থেকে দুই তিনজন করে আমরা অংশগ্রহণ করেছি। এসময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করে শান্তিপূর্ণ ভাবে মোটর সাইকেল শোভাযাত্রা শেষ করার জন্য আশা করেন।

মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু রাজেশ চন্দ্র বলেন, প্রতিবারের ন্যায় এবারো শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলার প্রতিটি মন্দির পরিদর্শন করা হবে। এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য শোভাযাত্রা শৃঙ্খলা ঠিক রেখে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর শ্রীপুর উপজেলায় ১৩৫ টি পূজামন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page