মাগুরায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা নিতাই রায় চৌধুরীর পূজা পরবর্তী সংবাদ সম্মেলন
বিএনপির নেতাকর্মীরা সজাগ থাকায় সুযোগসন্ধানীরা দুর্গাপূজায় উল্লেখযোগ্য কোন বিশৃঙ্খলা করতে পারেনি। পতিত ফ্যাসিবাদি সরকারের দোসরা নানাভাবে চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। আজ দুপুরে নিজ বাড়িতে দুর্গাপূজা পরবর্তী সংবাদ সম্মেলনে এ দাবী করেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
আজ রবিবার দুপুরে মাগুরার মোহাম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে দুর্গা পূজা পরবর্তী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন বিএনপি’র কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায়চৌধুরী। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির নেতা মনোয়ার হোসেন খান, ব্যারিস্টার মিথুন রায় চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। নিজ বাড়ির দুর্গা মন্দিরে প্রণাম শেষে নিতাই রায় চৌধুরী স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জানান, আওয়ামী ফ্যাসিবাদী সরকার ১৬ বছর ধরে দেশের মানুষের উপরে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা রকম কুটকৌশল চালাচ্ছে। এমনকি মন্দিরে আক্রমণ করতে গিয়ে যুবলীগের নেতাকর্মীরাও গ্রেপ্তার হয়েছে। কিন্তু এসব করে পার পাওয়া যাবে না বলে ফেক জানিয়ে দেন তিনি।
You cannot copy content of this page