শ্রীপুর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক শ্রমিক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত
মাগুরার শ্রীপুরে উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক শ্রমিক সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৪ অক্টোবর) দুপুর ২ টায় খামারপাড়া শ্রীকোল ইউনিয়ন জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক, অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মাগুরা জেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, মাগুরা জেলা রিকশাভ্যান শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ফকরুদ্দিন মিজান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মোল্যা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুক্তার হোসেন, শ্রীকোল ইউনিয়ন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এম হাসিবুর রহমান রিপন প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিকশা ভ্যান শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আখতারুজ্জামান বলেন, শ্রমিকদের মধ্যে ভ্যান রিকশা চালকেরায় হালাম উপার্জন করে। তাদের ভ্যান রিকশার প্যাডেল না ঘুরলে তাদের পেট চলেনা। আমরা এই সংগঠনের মাধ্যমে ভ্যান-রিকশা চালক ভাইদের ঐক্যবদ্ধ করে তাদের ন্যায্য অধিকার আদায় ফিরিয়ে দিতে চায়। এসময় তিনি প্রতিটি সদস্যদের ২০ হাজার টাকা করে মরণোত্তর ভাতা প্রদানের ঘোষণা দেন৷
You cannot copy content of this page