মাগুরায় দীর্ঘ ১৬ বছর পর ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
মাগুরা জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর পর
উন্মুক্ত জায়গাতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বলে হাজারো নেতাকর্মীর উল্লাস।
আজ সকাল সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষ্যে এক শোভাযাত্রা ও আনন্দ মিছিল বের করে দলটি।
শহরের নোমানী ময়দান থেকে কলেজ রোড হয়ে ভায়না মোড়ে গিয়ে খন্ড খন্ড মিছিলে শোভাযাত্রাটি শেষ হয়।
বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় মাগুরা বিএনপির নেতারা বলেন,গত ১৬ বছর আমাদের কোনঠাসা করে রেখেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
এখন আমরা উন্মুক্ত জায়গাতে বিএনপির শোভাযাত্রা করতে পেরে আনন্দিত।
You cannot copy content of this page