বিশেষ প্রতিবেদক
মাগুরায় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সমন্বয়ে মহাসড়কের সকল প্রকার যানবাহনে তল্লাশি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টা থেকে রাত ২ টা পর্যন্ত যশোর- মাগুরা মহাসড়কের আড়পাড় তেল পাম্পের সামনে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করে। এ সময় বাস, ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল পিক আপ ভ্যানসহ সকল প্রকার যানবাহনের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করেন ৫৫ ডিভিশনের অধিনে ১৪ ইস্ট বেংগল কর্তৃক ক্যাপ্টেন তানজিম এবং সিনিয়ার ওয়ারেন্ট অফিসার আল মামুন।
সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ ও আনসার সদস্যরা এ সময উপস্থিত ছিল।
যানবাহন তল্লাসিতে ড্রাইভিং সহ বৈধ কাগজপত্র না থাকা এবং ত্রুটিপূর্ণ যানবাহনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অবৈধ অস্ত্র মাদক দ্রব্য চোরা চালান ইত্যাদি তল্লাশি করা হয়
এ অভিযান অব্যহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।
You cannot copy content of this page