বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন মাগুরা আবালপুর থেকে সেনাবাহিনীর অভিযানে ফেন্সিডিল সহ আটক-৫ মাগুরায় আবৃত্তি সংগঠন কণ্ঠবীথ ‘র ২৭ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী শিশু আবৃত্তি উৎসব মাগুরায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মায়ের মৃত্যু মাগুরায় স্কুলের প্রধান শিক্ষকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন মেলা অনুষ্ঠিত আনন্দ আয়োজনে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের রিক্সা বিতরণ মাগুরায় শিশু ধর্ষণের দ্রুত বিচারসহ আইনসংশোধনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান তিন দোকানীকে ৭০ হাজার টাকা জরিমানা মাগুরায় জাতীয় ভোটার দিবস উদযাপিত

মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্কের নির্বাহী কমিটি গঠন; আরও ভালো কাজ করার প্রত্যয়

নিজস্ব প্রতিবেদক/

মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন) এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৯ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়। দুই বছর মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রবিন শামস। আর সাধারণ সম্পাদক হয়েছেন ডিবিসি নিউজ ও আজকের পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি ফয়সাল পারভেজ।
এমজেএন এর প্রথম এই নির্বাহী কমিটিতে দুজন সহ সভাপতি হচ্ছেন ঢাকায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক রাসেল মাহমুদ ও প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এসএ টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আজীজ। অর্থ ও দপ্তর সম্পাদক হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের মাগুরা জেলা প্রতিনিধি মোঃ সুজন মাহামুদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধি হেলাল হোসেন। এছাড়া এই কমিটিতে ৪ জন নির্বাহী সদসস্যের (ঢাকা, মহম্মদপুর, শালিখা ও শ্রীপুরের প্রতিনিধি) পদ রয়েছে। এরমধ্যে মহম্মদপুর থেকে যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি এস আর এ হান্নান ও দীপ্ত টেলিভিশনের ঢাকা অফিসে কর্মরত নাজমুল আলা তাইফুর নির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছেন। এমজেএন এর পক্ষ থেকে জানান হয়েছে, শিগগিরই শ্রীপুর ও শালিখা থেকে দুজন নির্বাহী সদস্য যুক্ত হবেন। এছাড়া দ্রুতই সাধারণ সদস্যদের তালিকা প্রকাশ করা হবে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত মাগুরার সাংবাদিকদের প্লাটফর্ম এমজেএন ২০২৩ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। মাগুরা জেলা, উপজেলার পাশাপাশি ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা এই সংগঠনের সদস্য রয়েছেন। এই সংগঠনের অন্যতম লক্ষ্য হচ্ছে স্থানীয় সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন। এছাড়া মাগুরার শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করে এমজেএন। যাত্রা শুরুর পর ২০২৩ সালে সাংবাদিকদের নিয়ে তিনটি কর্মশালা আয়োজন করে সংগঠনটি। এছাড়া, গত মার্চে মাগুরা বইমেলার আয়োজন, বর্ষায় প্রায় ৪০০০ হাজার গাছের চারা বিতরণ, মুক্ত গণমাধ্যম দিবস পালন, গণমাধ্যম ও ক্রীড়া উন্নয়নে একাধিক সেমিনার ও গোল টেবিল বৈঠক আয়োজন করেছে সংগঠনটি। এমজেএন এর সভাপতি রবিন শামস ও সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামনের সময়ে মাগুরার সাংবাদিকতা, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতির বিকাশ ও সুশীল সমাজ গঠনে আরও কার্যকর ভূমিকা রাখবে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক।

-সংবাদ বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page