মাগুরা সদরের বেরইল পলিতা বাজারে যুবদল নেতা নিহতের ঘটনায় মানববন্ধন
মাগুরা সদরের বেরইল পলিতা বাজারে প্রতিপক্ষের হামলায় যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয়রা।
আজ মঙ্গলবার বিকালে বেরইল পলিতা বাজারে নিহত শরিফুল ইসলামের পরিবার ও স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন,১৯ ডিসেম্বর বাজার এলাকায় খুন হন শরিফুল ইসলাম। তিনি বেরইলপলিতা ইউনিয়নের বিএনপির সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য আকবর হোসেনের ছেলে।
বক্তারা জানান,হামলায় অংশ নেন বর্তমান ইউপি সদস্য গাজী রাজা অনুসারীরা। খুন হবার পর তাদের নামে মামলা করলেও মুল আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে।
অভিযোগ আছে হামলাকারীরানআওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বিধায় এ হামলা করে বিএনপির অনুসারিদের উপরে।
মানববন্ধনে তারা এ মর্মান্তিক খুনের বিচার চান।
You cannot copy content of this page