মাগুরায় বিডিআর বিদ্রোহে চাকরিচ্যুত পূর্নাবহলের দাবিতে মানববন্ধন
২০০৯ সালে বিডিআর বিদ্রোহ ছিল তৎকালীন সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে নিজেদের চাকরি পূর্নাবহলের দাবিতে মানববন্ধন করেছে মাগুরা জেলার সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা।
গতকাল রবিবার দুপুরে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বিডিআর কল্যান পরিষদ মাগুরা। এ সময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিডিআর কল্যান পরিষদের সভাপতি হাবিলদার মনিরুজ্জামান, সধারণ সম্পদক হাবিলদার মজিদ, সদস্য শাহিদুল ইসলাম, তুহিন মিয়া সহ অন্যরা।
মানবন্ধনে বক্তারা দাবি করেন বিডিআর বিদ্রোহ আসলে একটি তৎকালীন সরকারের ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের বলি হয়েছি আমরা চাকরিচূত্য করে। অবিলম্বে চাকরি হারানোদের চাকরিতে পূর্নাবহলের দাবি জানান তারা।
You cannot copy content of this page