যশোর-মাগুরা মহাসড়কের বেইলি সেতুর সংস্কার কাজ চলছে, ৪৮ ঘণ্টা যান চলাচল বন্ধ
যশোর-মাগুরা মহাসড়কের উপর আশির দশকে নির্মিত স্টিলের বেইলি সেতুর সংস্কার কাজ শুরু হয়েছে। শুক্রবার সকাল থেকে এই সংস্কার কাজ শুরু হওয়ার ফলে দেশের বৃহত্তম স্থলবন্দর যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ভারী যানবাহন গুলো যশোর-ঝিনাইদহ সড়ক ব্যবহার করছে। তবে স্থানীয় মানুষ পায়ে হেঁটে সেতুটি পার হচ্ছেন।
মাগুরা সড়ক বিভাগ জানিয়েছে, সেতুর সংযোগস্থলে সংস্কার কাজ চলার কারণে আগামী ৪৮ ঘণ্টা সেতুটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।
সেতুটির সংস্কার কাজ চলমান থাকায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মাগুরা সড়ক বিভাগ।
You cannot copy content of this page