মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
মাগুরায় আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। নিহত দুইজনের একজন মাগুরা সদরের রামনগর ঠাকুরবাড়ি নামক স্থানে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘসে ঘটনা স্থলে নিহত হন। সে মোটর সাইকেলের আরোহী ছিলেন। তার নাম সজিব আহম্মেদ(২৮)। সে মাগুরা আমলসা ইউনিয়নের কালিনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে। নিহত সজিব মাগুরা এইচ এসবি ইট ভাটায় ম্যানেজারি করেন বলে জানা গেছে।

অপর নিহত ব্যক্তির বাড়ি চুয়াডাঙ্গা জেলার ডামুড়হুডা থানার বেস্টপুর গ্রামে। সে সন্ধ্যার দিকে মাগুরা টার্মিনালের সামনে থেকে রাস্তা পার হবার সময় পেছন থেকে মোটরর সাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। পরে পথচারিরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত মতিয়ার রহমান চুয়াডাঙ্গা জেলার করিম মন্ডলের ছেলে। সে কাঠ ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়ে মাগুরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আলমগীর কবির
জানান, মোটর সাইকেলের সাথে
পৃথক দুর্ঘটনায় দুই জন নিহত হয়। তাদের দুজনের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের অস্থায় রয়েছে। এ বিষয়ে পরিবারের কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
You cannot copy content of this page