মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি হিসেবে জেলা বিএনপির সমাবেশ
মাগুরা টিভি ডেস্কঃ
মাগুরায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে মাগুরা নোমানী ময়দানে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি।

কর্মসূচিতে জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এ্যাডঃ আব্দুস সালাম আজাদ,ত্রান ও পুনর্বাসন সম্পাদক এ্যাডঃ নেওয়াজ হালিমা আরলী,ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য বলেন অবিলম্বে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান প্রধান অতিথি তার বক্তব্য।
You cannot copy content of this page