মাগুরায় রমজান সামনে রেখে বাজারে বিশেষ অভিযান সেনাবাহিনীর ও ভোক্তা অধিকারের
মাগুরায় পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনী ও পুলিশ। মঙ্গলবার মাগুরা পুরাতন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও বাজার ব্যবস্থাপনার অনিয়ম পর্যবেক্ষণ করা হয়। এ সময় বেশ কয়েকজন মুদি ব্যবসায়ীকে বিভিন্ন অসামঞ্জস্যপূর্ণ অনিয়মের জন্য জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে ন্যায্যমূল্য বজায় থাকে এবং সাধারণ ক্রেতারা প্রতারণার শিকার না হন।

এ বিষয়ে মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা অতিরিক্ত মূল্য আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তাদের সুবিধার্থে এ ধরনের অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন, যা সাধারণ জনগণের মাঝে স্বস্তি এনেছে।
You cannot copy content of this page