বছরের শুরু থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বই পায়নি অনেক শিক্ষার্থী
সিলেবাস পরিবর্তন ও নতুন করে বই ছাপানোর কারণে বছরের শুরু থেকে প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা বই পায়নি। তবে দুই মাসের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হয়েছে।
মাগুরার সংশ্লিষ্ট শিক্ষা দপ্তর থেকে জানা গেছে
প্রাথমিক স্তরের সব শ্রেণির শিক্ষার্থীরা বই পেয়েছে। তবে মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা এখনও সব বই পায়নি।
*মাগুরা প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ষষ্ঠ শ্রেণির কিছু বই এবং ভোকেশনালের কিছু বই এখনও বাকি আছে।
অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণ সম্পন্ন হয়েছে।
কর্মকর্তারা বলছেন সিলেবাস পরিবর্তন ও নতুন করে বই ছাপানোর কারণেই এই বিলম্ব হয়েছে।
তবে বই দেরী করে পাবার কারনে শিক্ষার্থীরা নানানরকম জটিলতায় ভুগছে বলে জানিয়েছে। বছরের দু মাস কেটে গেলেও সিলেবাস ঠিকমত শেষ করা যাচ্ছে না। ৃংসামনে রোজার ছুটি হবার কারনে সিলেবাস শেষ করা অনেকটাই কঠিন হয়ে যাবে বলে শিক্ষার্থী জানিয়েছে।
অভিভাবকরা জানিয়েছে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের বাড়তি উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করছেন।
You cannot copy content of this page