রাতে মশা দিনে মাছি এই নিয়ে মাগুরায় আছি
মাগুরাবাসীর মশার যন্ত্রণা যেন চরমে পৌঁছেছে। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মশার উপদ্রব। আর এই মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে পৌর কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। এ যেন দেখার কেউ নেই।
মাগুরার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে সন্ধ্যার পর মশার উৎপাত কয়েকগুণ বেড়ে যায়। মশার কামড়ে রাতে ঘুমানো দায় হয়ে পড়েছে। ছোট শিশু থেকে শুরু করে বয়স্করাও মশার কামড়ে অসুস্থ হয়ে পড়ছে। মশার কামড়ে বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছেন। কিন্তু পৌর কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। মশা নিধনে কোনো ধরনের স্প্রে বা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগও চোখে পড়েনি।
এ বিষয়ে পৌরসভার এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মশা নিধনে তাদের কার্যক্রম চলমান রয়েছে। তবে, মশার উপদ্রব বেড়ে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে। তারা দ্রুত মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
তবে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের এই আশ্বাস শুধু কথার কথাই থেকে যায়। বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায় না। মশার যন্ত্রণা থেকে মুক্তি পেতে তারা দ্রুত পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
মশা নিধনে পৌর কর্তৃপক্ষকে আরও বেশি তৎপর হতে হবে। নিয়মিত মশা নিধনের স্প্রে করা, ড্রেন পরিষ্কার রাখা এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে মশার উপদ্রব কমানো সম্ভব।
You cannot copy content of this page