মাগুরায় শিশু ধর্ষণের দ্রুত বিচারসহ আইনসংশোধনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ
মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আজ জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে। সকাল থেকে ছাত্র সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

সকালে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর ঘুরে আদালতের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে।

এদিকে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকর, আসামীদের আইন সেবা অব্যহত রাখা, ফরেনসিক তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করাসহ ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বরাবর শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন।
You cannot copy content of this page