শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাপায় মায়ের মৃত্যু মাগুরায় স্কুলের প্রধান শিক্ষকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৭০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন মেলা অনুষ্ঠিত আনন্দ আয়োজনে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের রিক্সা বিতরণ মাগুরায় শিশু ধর্ষণের দ্রুত বিচারসহ আইনসংশোধনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দোকানে ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান তিন দোকানীকে ৭০ হাজার টাকা জরিমানা মাগুরায় জাতীয় ভোটার দিবস উদযাপিত মাগুরা মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে মাগুরা শালিখায় খেজুর গাছিদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

আনন্দ আয়োজনে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের রিক্সা বিতরণ

আনন্দ আয়োজনে ত্রিমাত্রিক ফাউন্ডেশনের রিক্সা বিতরণ

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৩ ব্যাচের বন্ধুদের কর্তৃক পরিচালিত ত্রিমাত্রিক ফাউন্ডেশন ঈদ উৎসব আয়োজন করেছে তাদের নিজস্ব কার্যালয়ে। আয়োজন এর মূল উদ্দেশ্য ছিল সমাজের অসহায় কোন মানুষকে স্থায়ীভাবে প্রতিষ্ঠা দান করা। তার অংশ হিসেবে আজ সন্ধ্যায় ত্রিমাত্রিক ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয় রায় গ্রামবাসী মোহাম্মদ জাকিরের হাতে একটি ইঞ্জিন চালিত রিক্সার চাবি তুলে দেয় ত্রিমাত্রিক ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফাইনান্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ কায়সার হামিদ।

ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আত তারিক এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

উল্লেখ্য মোহাম্মদ জাকির এর পরিবারের কেউই উপার্জন ক্ষম নয়। তার ছোট কন্যা সাত বছর বয়সী জিনিয়া দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। দারিদ্রতার কারণে পরিবারের অন্য সদস্যদেরেও লেখাপড়ার ব্যায় বহন করা কঠিন হয়ে পড়েছে। ত্রিমাত্রিক ফাউন্ডেশনের সদস্যরা তার পরিবারকে স্থায়ীভাবে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। সেই সাথে অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ কায়সার হামিদ, এমডি বিডি ফাইনান্স তিনি পরিবারটিকে নিয়মিতভাবে শিক্ষাবৃত্তি এবং অর্থনৈতিক চালিকা শক্তির জন্য ভিন্ন ধরনের সহায়তা প্রদানে আশ্বস্ত করেছেন। একই সাথে তিনি ফাউন্ডেশনের সদস্যদের মহতি কাজের জন্য উৎসাহ উদ্দিপনা জুগিয়েছেন এবং প্রশংসা করেন। এবং ত্রিমাত্রিক ফাউন্ডেশনকে ফ্রিল্যান্সিং কার্যক্রমের জন্য একটি ল্যাপটপ প্রদানে আশ্বস্ত করেন।

ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মোরসালিন আলী শুভ বলেন, আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া নিয়ে কাজ করছি। ত্রিমাত্রিক ফাউন্ডেশনকে জাতীয় আন্তর্জাতিকভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই জরুরী হয়ে পড়েছে। এছাড়াও আমরা অতীতে ২৪ টি প্রকল্প পড়েছি যা সমাজে এইভাবে অর্থনৈতিক ভাবে ভূমিকা পালন করছে। আমরা ধারাবাহিকতা বজায় রাখতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা

You cannot copy content of this page