মাগুরায় স্কুলের প্রধান শিক্ষকে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ
মাগুরায় এক স্কুলের প্রধান শিক্ষকে পিটিয়ে হাত ভেঙ্গে দেবার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয় ছান্দাড়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মিজানুর রহমান নামে এক প্রধান শিক্ষক আহত হন। তিনি ছান্দাড়া প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে রয়েছেন। সে মাগুরা শাখিখা উপজেলার ছান্দাড়া গ্রামের মৃত নওয়াব আলী মোল্যার ছেলে।
পুলিশ জানায়, ছান্দাড়া মাধ্যমিক বিদ্যালয়ের কমিটি গঠন ও স্থানীয় আধিপত্য নিয়ে রবিউল ডাক্তার ও স্কুলের প্রধান শিক্ষকের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। তারই সূত্র ধরে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ হামলার ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। গত মাসের ২৭তারিখে স্কুলের এডহক কমিট গঠন করা হয়।
হামলার বিষযে স্কুলের প্রধান শিক্ষক বলেন, সন্ধ্যার দিকে ছান্দাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তার মোটর সাইকেলের গতিরোধ করে জাহাঙ্গীর ও ইনছার নামের দুই ব্যক্তি। পরে তারা ওই শিক্ষকে হকিস্টিক ও লাঠিদিয়ে পিটিয়ে আহত করে।
আহত ওই শিক্ষকে স্থানীয়রা উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এখন তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাম হাত ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন ডাক্তার।
এ বিষয়ে মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মতর্কা (ওসি) মোঃ ওলি মিয়া জানান, ঘটনাটি স্কুল কমিটি ও পূর্বের আধিপত্য নিয়ে ঘটেছে বলে আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনী। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
You cannot copy content of this page