মাগুরায় আবৃত্তি সংগঠন কণ্ঠবীথ ‘র ২৭ বছর পূর্তি
উপলক্ষে দিনব্যাপী শিশু আবৃত্তি উৎসব
মাগুরা জেলার প্রথম আবৃত্তি সংগঠন কন্ঠবীথীর ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে শিশু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার শহরের নোমানী ময়দানের জেলা অডিটোরিয়ামে এ আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় কন্ঠবীথির আহবায়ক খান মাহজারুল হক লিপু সভাপতিত্বে এ উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মাহাবুবুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রফিকুল হক দীপু, এ্যাডভোকেট মোখলেছুর রহমান, আব্দুর রমিম অন্যরা। এসময় কণ্ঠবীথির সদস্যরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১ টায় জেলা অডিটোরিয়াম মঞ্চে সম্প্রতি ধর্ষণের শিকার হয়ে শিশু আছিয়াকে স্মরন করে শুরু হয় আবৃত্তি। যেখানে মনোজ্ঞ আবৃত্তি পরিবেশন করে কন্ঠবীথীর শিশু শাখা কণ্ঠকাকলী, খুলনার আবৃত্তি ইশকুল, সবুজ পাতার দেশে, যশোরের কন্ঠযোদ্ধা আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র, চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ, ফরিদপুরের অঙ্কুর আবৃত্তি চর্চা কেন্দ্র, রাজবাড়ী জেলার কাব্যগৃহ আবৃত্তি সংগঠনের সদস্যরা ।
এছাড়া সন্ধ্যায় কন্ঠবীথির সদস্যরা শতকন্ঠে আবৃত্তি পরিবেশন করে। রাতে ঢাকা থেকে আগত আবৃত্তি শিল্পি রফিকুল ইসলাম একক আবৃত্তি করেন।
উৎসবে জেলার বিপুল সংখ্যক আবৃত্তি প্রেমী দর্শক উপস্থিত থেকে আবৃত্তি শিল্পীদের উৎসাহ প্রদানসহ অনুষ্ঠানটি উপভোগ করেন। একই সাথে ক্ষুদে আবৃত্তি শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন।
You cannot copy content of this page