মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় প্রথম দিনের স্বাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে
মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় প্রথম দিনের স্বাক্ষ্য গ্রহণ সম্পন্ন, লিগ্যাল এইডের মাধ্যমে আসামীপক্ষের আইনজীবী নিয়োগ, আগামীকাল আরও ৩ আসামীর স্বাক্ষ্য গ্রহণ
মাগুরায় শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলায় প্রথম দিনের স্বাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আদালতে মামলার সকল আসামীকেই হাজির করা হয়েছে। এদিকে মামলার শুরু থেকে আসামী পক্ষে কোন আইনজীবী না থাকলেও রোববার লিগ্যাল এইডের মাধ্যমে আসামীদের আবেদন প্রেক্ষিতে অ্যাডভোকেট সোহেল আহমেদকে নিয়োগ দেওয়া হয়। স্বাক্ষ্যগ্রহণ শেষে আগামীকাল মামলার আরও ৩ স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করা হবে বলে আদেশ দিয়েছে আদালত। এ মামলায় মোট ৩৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হবে। প্রথম দিনে মামলার বাদী শিশু আছিয়ার মা আয়েশা খাতুন, ১ নম্বর ও ২ নম্বর স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ করা হয়।
গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোন বাড়িতে বেড়াতে এলে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশু আছিয়া মারা যায়। এ ঘটনায় শিশু আছিয়ার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়।
You cannot copy content of this page