মাগুরায় বাস ও ভ্যানের সংঘর্ষে নিহত-২ আহত ১০
মাগুরায় বাস ও ব্যাটারী চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। রোববার সকালে মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাগুরার আলমখালী বাজার থেকে যাত্রী নিয়ে একটি ভ্যান ঝিনাইদহের হাটগোপালপুর বাজারে যাচ্ছিলো। পথে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের রামনগর এলাকার ঢালব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস ভ্যানটিকে সামনে থেকে ধাক্কা দেয়। সেসময় নিয়ন্ত্রন হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ভ্যানচালক মাগুরা সদর উপজেলার গৌরিচরণপুর গ্রামে সাগর হোসেন ও দোড়ামতনা গ্রামের রেশমা বেগম মারা যায়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। মহাসড়কের গর্ত এড়িয়ে ভ্যানটি রাস্তার মাঝে চলে আসায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ।
You cannot copy content of this page