মাগুরা ফুলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। মাগুরা টিভি
মাগুরা, ২৩ জুলাই:
মাগুরা জেলার ফুলবাড়ি হাজী মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা, উন্মুক্ত আলোচনা সভা এবং জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক-১ ও বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ ছালাম, যিনি এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে নানা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি এবং শিক্ষার্থীদের মধ্যে চারা গাছ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
You cannot copy content of this page