মাগুরায় এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা/মাগুরা টিভি
মাগুরায় ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে মাগুরা জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
অনুষ্ঠানে পরিষদের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক , দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলার বিভিন্ন উপজেলার ৮০ জন শিক্ষার্থীদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট উপহার দেওয়া হয়।
শিক্ষার্থীদের সাফল্যকে সম্মান জানানো, তাদের পড়াশোনায় আরও অনুপ্রাণিত করা এবং শিক্ষার প্রতি সমাজে ইতিবাচক মনোভাব ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মেধা ও মননে আরও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য বলে জানায় আয়োজকরা।
You cannot copy content of this page