মাগুরা শালিখায় বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত/মাগুরা টিভি
মাগুরা শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই সমাবেশে স্থানীয় নারী নেত্রী-কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেত্রী রুনা সালাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সমাবেশে তিনি সরকারবিরোধী নানা বিষয় তুলে ধরে দলীয় নেতাকর্মীদের সংগঠিত হওয়ার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা আগামী দিনের আন্দোলনে নারীদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
You cannot copy content of this page