মাগুরায় ৩৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট ও সনদপত্র বিতরণ

“স্বপ্ন দেখো, জীবন গড়ো”—এই স্লোগানকে সামনে রেখে মাগুরায় শিখো প্রথম আলো আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মাগুরা জেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান এবং মাগুরার শালিখা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র বিশ্বাস।

এছাড়াও অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থীর মধ্যে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
You cannot copy content of this page