মাগুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক উৎসব অনুষ্ঠিত
মাগুরায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সকালে জেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ করে নোমানি ময়দানে গিয়ে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়।

মাগুরা সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশ নেয়। জেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো: মাহবুবুল আলম। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।

দিনব্যাপী এ উৎসবে আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, সনাতনী স্কুল বিতর্ক ও তাৎক্ষণিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সার্বিক সহযোগিতা করে মাগুরা আদর্শ বিতর্ক সংঘ। অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।
You cannot copy content of this page