মাগুরায় সাকিব আল হাসানকে আওয়ামী লীগের সংবর্ধনা।
আনুষ্ঠানিকভাবে মাগুরা ১ আসনের সংসদ সদস্য ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মাগুরা ২ আসনের সংসদ সদস্য এডভোকেট শ্রী বীরেন শিকদার কে মাগুরা জেলা আওয়ামী লীগ সংবর্ধনা দিয়েছে ।
আজ বুধবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মাগুরার দুটি আসনের আওয়ামী লীগের দলীয় এমপি সাকিব আল হাসান এবং বীরেন শিকদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ান, উপজেলা, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মহিলা লিগ, মৎস্যজীবী লীগসহ-শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত দুই এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাছের বাবলু , যুগ্ম সম্পাদক খুরশিদ আইদার টুটুল, সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমাানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে সাকিব বলেন, সকলের সহযোগিতা নিয়ে আদর্শ মাগুরা গড়ে তুলতে কাজ করবেন।
You cannot copy content of this page