মাগুরা স্বেচ্ছাসেবক লীগের সংবর্ধনায় মাননীয় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার
মাগুরাকে প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট জেলায় রূপান্তরে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব হাসান জাহিদ তুষার। স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে হতে হবে স্মার্ট বাংলাদেশের উপযোগী স্মার্ট নাগরিক । তিনি আজ বুধবার সন্ধ্যায় মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের দেয়া সংবর্ধনার জবাবে এসব কথা বলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসাবে নিয়ম পাওয়ায় তাকে এ সংবর্ধনা দেয় সংগঠনটি।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: জামির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ইসমত আরা হ্যাপি, মাগুরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমিরওসমান, পঙ্কজ সাহা, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলি আহমদ আহাদসহ অন্যরা।
You cannot copy content of this page