মাগুরায় ১৮৫ নারী ফ্রিল্যান্সার পেলেন ল্যাপটপ
মাগুরায় নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৮৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সারকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকালে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলন আয়তনে সরকারের হার পাওয়ার প্রকল্পের প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক ল্যাপটপ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ কার্যক্রমের মাধ্যমে জেলার তিনটি উপজেলার ১৮৫ জন নারীকে ছয় মাস ব্যাপী প্রশিক্ষণের অংশ হিসেবে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। হার পাওয়ার প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, মোহাম্মদপুর এর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, মাগুরা সদরের উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানসহ উপকারভোগীরা। উপকারভোগীরা জানান প্রশিক্ষণ শুরুর মাত্র চার মাসের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের অনেকেই ইতিমধ্যে ফ্রিল্যান্সিং থেকে আয়ের সুযোগ পাচ্ছেন।
You cannot copy content of this page