মাগুরায় ফলের গোডাউনে অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা ও ১২০ বস্তা মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ
মাগুরায় ফলের দোকানে মেয়াদ উত্তীর্ণ খেজুর বিক্রি করার অপরাধে গৌতম শিকদার নামে এক ফল ব্যবসায়ীকে ১২০ বস্তা খেজুর জব্দ ও এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার দুপুরে মাগুরা শহরের মোটর শ্রমিক ইউনিয়নের পাশে মেসার্স গৌরব ফল ভান্ডারের গোডাউনে বাজার মনিটরিংয়ের অংশ হিসাবে পরিদর্শনে আসেন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় গৌরব ফল ভান্ডারের গোডাউনে ১২০ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর দেখতে পাই তারা। মাগুরা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান মোবাইল কোর্ট পরিচালনা করে ১ এক লক্ষ টাকা জরিমানা করেন। সেই সাথে ১২০ বস্তা খেজুর জব্দ করা হয়।
You cannot copy content of this page