সন্তানের ঈদের জুতা কিনতে এসে ঘরে ফেরা হলো না মায়ের
মাগুরা শহরের বেলতলা এলাকায় ট্রাক চাপায় নিহত হয়েছেন ডেজি(২৭) নামে এক গৃহবধু। বুধবার সন্ধ্যায় মোটর সাইকেলে স্বামী ও ছেলেকে নিয়ে শহরে জুতা কিনতে যাচ্ছিলেন ঐ গৃহবধু। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। ম্বামী ও সন্তান আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতের স্বামী মো জাহিদ। তিনি একটি ঔষুধ কোম্পানীর প্রতিনিধি হিসাবে কাজ করেন মাগুরায়। পারলা এলাকার্ ভাড়া বাড়িতে তারা বসবাস করতেন।
প্রত্যাক্ষদর্শী কামাল হোসেন জানান,সন্ধ্যা ৭ টার পর পারলা বেলতলা এলাকায় এ দম্পত্তি তাদের ছেলেকে নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। জেনেছি ছেলের জন্য ঈদের জুতা কিনতে তারা শহরে যাচ্ছিলেন। কিন্তু বেলতলার মোড় দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। তাৎক্ষনিক মোটর সাইকেলের পেছনে থাকা মহিলা ট্রাকের চাকার নিচে চলে যান। এ অবস্থায় তার কোলে থাকা শিশু পুত্রটি বেঁচে যায়। তাৎক্ষনিক স্বামী জাহিদ নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার পাশে ছিটকে যান মটর সাইকেল নিয়ে।
ট্রাকটি চাপা দিয়ে ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের তিনজনকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাগুরা সদর হাসপাতালেে জরুরী বিভাগের চিকিৎসক মো রফিকুল ইসলাম জানান,হাসপাতালে আসার আগেই ঐ মহিলা মারা গেছেন। তার মাথায় আঘাত লেগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।তবে সঙ্গে থাকা ঐ মহিলার স্বামী ও সন্তান আশঙ্কামুক্ত।
মাগুরা সদর হাসপাতালের পুলিশ সদস্য মো হযরত জানান,বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে ভিকটিমদের পরিবারকে খবর দেয়া হচ্ছে।
You cannot copy content of this page