মাগুরায় বাসের চাপায় তিন সিএনজি যাত্রী নিহত,আহত ৬
মাগুরার শালিখা উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় মাগুরা -যশোর মহাসড়কে আজ রাত ৯ টার দিকে পরিবহনের চাপায় ২ নারীসহ ৩ সিএনজি আরোহী নিহত। এ সময় অপর ছয় যাত্রী গুরুতর আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান – যশোরের বাঘারপাড়া থেকে মাগুরায় একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্য সিএনজি অটোরিকশায় চেপে শালিখার শতখালী ইউনিয়নের ছয়ঘড়িয়ার হাজাম বাড়ি রাস্তা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা জে এম পরিবহন এর একটি বাস তাদের চাপা দেয়। এতে যশোরের নারকেলবাড়িয়া গ্রামের কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার, একই গ্রামের নারায়ণ চন্দ্র দে এর স্ত্রী পুষ্প রানী দে, নিতাই দে এর স্ত্রী নিরুপমা রানী দে ঘটনাস্থলেই নিহত হন । এর সময় গুরুতর আহত হয়েছেন আরো অন্তত ছয় যাত্রী। তাদেরকে মাগুরা ও যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে সড়ক ও জনপদ বিভাগের রাস্তা চওড়া করা কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই কিলোমিটার রাস্তায় পাশে মাটি না ফেলে মূল রাস্তার উপর মাটি ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
You cannot copy content of this page