মাগুরায় জেলা পরিষদের তিন কোটি পঁচিশ লাখ টাকার চেক বিতরণ
মাগুরা জেলা পরিষদের উদ্যোগে ২২৬ টি উন্নয়ন প্রকল্পে ৩ কোটি ২৫ লাখ পঞ্চাশ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদ এর চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু । জেলার বিভিন্ন মসজিদ, মন্দির সহ ধর্মীয়,স্বেচ্ছাসেবী ও শিক্ষা প্রতিষ্ঠান এর উন্নয়নের জন্য ২২৬ টি প্রকল্পে মোট ৬ কোটি ২৫ লাখ টাকার বরাদ্দ করা হয়েছে। ঈদ বরাদ্ধের প্রথম ধাপে এ চেক বিতরণ করা হলো। প্রকল্পগুলির কার্যক্রম শেষে দ্রুত বাকি টাকা প্রদান করা হবে বলে জানান কর্মকর্তারা।
You cannot copy content of this page