বনবিভাগের বিট কর্মকর্তার হত্যার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
মাগুরা প্রতিনিধিঃ
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল কে পাহাড় খেকোদের ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার সকালে মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের আদর্শ পাড়ায় বন বিভাগের নিজস্ব ভবনের সামনে এ মানবন্ধনের আযোজন করে বাংলাদেশ ফরেস্ট কল্যান এসোসিয়েশন অফিস।
মাগুরা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফরুল্লাহ সভাপতিত্বে বক্তব্য রাখেন, শালিখা বন বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃশরিফুল ইসলাম,বন উপকার ভোগীর সভাপতি, সাইদুর জ্জামান শামীম সহ বন বিভাগের কর্মচারী কর্মকর্তারা ।
বক্তারা বলেন, বন কর্মকর্তা মোঃসাজ্জাদুজ্জামান সজল কে পাহাড় খেকোরা ডাম্পারের চাকায় পিষ্ট করে হত্যা কান্ড ঘটিয়েছে সেই হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
You cannot copy content of this page