মাগুরা টিভি ডেস্ক –
মাগুরার মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে ডর্মেটরির পূর্ব-দক্ষিণ পাঁশের ধরন্ত আম গাছটি কেটে ফেলা হচ্ছে। শুক্রবার (১০মে) ভোরে টিনের প্রচীর সরিয়ে গাছটি কাটা হচ্ছে। গাছের ডালপালা কেটে মূল গাছটি কাটার আয়োজন চলছে। গাছটি কেনো কাটা হচ্ছে? কোন প্রক্রিয়ায় কাটা হচ্ছে? সরকারি গাছ কাটার নিয়ম মেনে কাটা হচ্ছে কিনা? উপজেলা প্রশাসন বিষয়টি জানেন কী? এ নিয়ে নানা প্রশ্নে তুলেছে গাছ প্রেমিক অনেকে। শুক্রবার সকাল থেকে ফেসবুকে অনেকে পোষ্ট দিচ্ছেন এই গাছটি কাটা নিয়ে প্রশ্ন তুলে।
সকাল ০৯:১৮ মিনিটে তোলা ছবি। তবে জানা যায় গাছ কাটা জায়গাতে পাবলিক টয়লেট হবার পরিকল্পনা থাকতে পারে। সমালোচনার বড় একটা অংশই বলছে গাছে ফল থাকা অবস্থায় এটা কাটতে হবে কেন?
অবশ্য এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল বলেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য গাছটি কাটা প্রয়োজন। নিয়মতান্ত্রিকভাবেই গাছ কাটা হচ্ছে।’
You cannot copy content of this page