নিজস্ব প্রতিবেদক/
মাগুরায় এসএসসির ফলাফলে অংক পরীক্ষায় ফেল করায় বিনোদপুর স্কুলের এক শিক্ষার্থী চতুর্থ তলার ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে মুমূর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেলে পাঠানো হয়েছে। দুপুর বারোটার পর রেজাল্ট জেনে সে মাগুরা শহরের নতুন বাজার পাঠশালা স্কুলের ৫ম ভবনের ছাদ থেকে নিচে লাফ দেয়।
হাসপাতালে থাকা শিক্ষার্থীর স্বজনেরা জানায়, কথা সাহা মহম্মদপুর উপজেলার বিনোদপুর গার্লস স্কুলের শিক্ষার্থী। সে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার ফলাফল হবে জেনে সে আগেই মাগুরা শহরে নতুন বাজার এলাকায় তার ফুফুর বাসায় অবস্থান করছিল। ফলাফল লোক মারফত জানতে পারে সে অংক বিষয়ে কৃতর্কায হয়নি। মুহুতেই ফুপুর বাসা নতুন বাজার পাঠশালা কিন্ডারর্গাডেনের ভবনের ৪ তলা ছাদ থেকে সামনের দিকে লাফ দেয়।
You cannot copy content of this page