মাগুরায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা
মাগুরায় মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মে ২৪) সকাল ১০ টায় শহরের দোয়ারপাড় বাঁশতলা এলাকায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় চারটি বিভাগে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুসহ প্রায় ৪০ জন শিশু অংশগ্রহণ করে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নাসির উদ্দিন জানান – এ ধরনের কর্মসূচি মাদক বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করবে। এই প্রতিযোগিতা থেকে বিজয়ীদের নিয়ে প্রথমে বিভাগীয় ও পরবর্তীতে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ২৬ শে জুন আনুষ্ঠানিকভাবে বিজয় দের মধ্যে পুরস্কার প্রদান করা হবে।
You cannot copy content of this page